আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: ঈদ-উল-ফিতর ঘিরে এরইমধ্যে নিরাপত্তার তৎপরতা শুরু করে দিয়েছে কাপাসিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে ঈদ বাজারকে ঘিরে থানা পুলিশের কর্মকাÐ কয়েক কয়েক দিন আগে থেকে বেশ দৃশ্যমান রয়েছে। পার্কিংবিহীন বাজার ব্যবস্থাপনায় যানজট নিরসনের লক্ষ্যে সড়কের পাশে কোনো যানবাহনই থাকতে দিচ্ছে না তারা।
আবার এসব কাজ মনিটরিং করাসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তাম‚লক ব্যবস্থা মাঠ পর্যায়ে যেয়ে ঘুরে দেখছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো: রফিকুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
সার্বিক বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) রাজীব কুমার দাস বলেন, থানা পুলিশের পাশাপাশি ক্যাম্প পুলিশ একসঙ্গে কাজ করছে। বিভিন্ন বাজারে ও টহলে আমাদের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছে। আশা করি কাপাসিয়াবাসী নির্বিঘ্নে ঈদ কাটাতে পারবে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।