আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া (গাজীঁপুর) প্রতিনিধি: ছেলেধরা সন্দেহে বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে। এই অমানবিক কাজ থেকে বিরত থাকার জন্য পথ সভা, হাট সভা করে প্রচারণা চালাচ্ছেন কাপাসিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এ ছাড়া গুজবে কান না দিয়ে শান্ত থাকার জন্য এ বিষয়ে মাইকিং করা হয়েছে কাপাসিয়া থানা পুুলিশের উদ্যোগে।
২৩ ও ২৪ জুলাই সকাল থেকে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলামের নির্দেশে ১১টি ইউনিয়নে দিনভর মাইকিং করা হয়। জনগণকে শান্ত থাকার জন্য এবং আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য হুঁশিয়ারি দেয়া হয়েছে ।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমত আরা জানান, প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দেয়ার জন্য কাপাসিয়াবাসীকে সতর্ক থাকার জন্য প্রচারণা চালানো হচ্ছে। কাপাসিয়াবাসীকে অনুরোধ করা হলো। আইন নিজের হাতে তুলে নিবেন না। দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র এ ধরনের গুজব ছড়াচ্ছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে এলাকাবাসিকে সচেতন করা হচ্ছে। বর্তমান সময়ে ছেলেমেয়ে ধরা সন্দেহে কিংবা গলাকাটা সন্দেহে গণপিটুনি দিয়ে নিরীহ লোকজনদের মারা হচ্ছে যা অনাকাক্ষিত। সন্দেহবশত কাউকে পিটিয়ে মারা যাবে না। সন্দেহজনক ব্যক্তিকে নিকটস্থ থানা পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিন। পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে একটি কুচক্রী মহল এমন গুজব ছড়ানোর পর দেশের বিভিন্ন স্থানে কয়েকজন মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে। গুজবে কেউ কান দিবেন না। ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়া একটি ফৌজদারি অপরাধ। আইন নিজের হতে তুলে নিবেন না।