
ডেইলি গাজীপুর প্রতিবেদক: কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দীন মাস্টারকে (৭০) রোববার সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
তিনি রায়েদ ইউনিয়নের আমরাইদ ইয়াকুব আলী শিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। প্রায় ৮ বছর আগে তিনি অবসর গ্রহণ করেন।
কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষে সমবায় কর্মকর্তা গোলাম মোরশেদ মৃধা প্রয়াত তমিজ উদ্দীন মাস্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মৃত্যুকালে তিনি দুই সন্তান, স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
