Daily Gazipur Online

কাপাসিয়ায় তিন ডাকাতের স্বীকারোক্তি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: কাপাসিয়া উপজেলার ঘোরশ্বাব ও দক্ষিণ গাও গ্রামের এক প্রবাসী ও কৃষকের বাড়িতে ডাকাতির ঘটনায় এক দিনের ব্যবধানে তিন ডাকাত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।
শনিবার (১৯ জানুয়ারি) ডাকাতিতে জড়িত নবির হোসেন (৩০) ও আব্দুল মোমেন (৩২) গাজীপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নিকট স্বেচ্ছায় স্বীকারোক্তি প্রদান করেন। কাপাসিয়া থানায় কর্মরত পরিদর্শক (অপারেশন) মনিরুজ্জামান খান ওই ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা হিসাবে তিন ডাকাতকে গ্রেপ্তার করে আদালতে চালান করে। শুক্রবার অপর ডাকাত রানা (৩০) একই বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। তারা গাইবান্দা জেলার বাসিন্দা।
গত ৩ জানুয়ারি ওই ডাকাতি সংগঠিত হলে ঘোরশ্বাব গ্রামের জয়নাল আবেদীন বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেন। ডাকাতিতে ব্যবহৃত সিএনজি, মোবাইল ফোন ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে ৮ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের গহনা, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।
একই ডাকাত দল কালিগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায় আরেকটি ডাকাতিতে জড়িত। তারা ওই মামলায়ও স্বীকারোক্তি প্রদান করেছে।