কাপাসিয়ায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

0
726
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার ভেংঙ্গুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ও জাতীয় দিবস পালন না করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবক ও এলাকাবাসি।

অভিভাবকদের লিখিত অভিযোগ স‚ত্রে জানা গেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা জিয়াউল হক ও প্রধান শিক্ষক হেলেনা আক্তার যোগসাজশ করে বিদ্যালয়ের নামে বিদ্যুতের মিটার বাবদ ৬ হাজার ৫শত টাকা খরচ দেখানো হয় যা প্রকৃত খরচ হয় ২ হাজার ৭শত টাকা। এ ছাড়া তাঁরা বিদ্যালয়ের টয়লেট রিপারিং করার জন্য বরাদ্ধ আসে ২১ হাজার টাকা কিন্তু খরচ করেন ৭হাজার ৯শত টাকা বাকি টাকা তারা আত্মসাৎ করেন। তাছাড়া বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা আয়োজনের জন্য রেজুলেশন করেও তা বাস্তবায়ন করে নাই। এপর্যন্ত কোন জাতীয় দিবস পালন করে নাই। এব্যাপারে এলাকাবাসি জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত ফ্রধাণ শিক্ষকের মাধ্যমে সভা আহবান করিলে উক্ত সভায় সভাপতি উপস্থিত হননি।
প্রধান শিক্ষক হেলেনা আক্তার বলেন, অভিযোগ করেছে কিনা আমি জানি না। আমি বর্তমানে জয়দেবপুরে প্রশিক্ষণে আছি।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, আমার কাছে এলাকাবাসি লিখিত অভিযোগ করেছে। শিক্ষা অফিসার কে তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো: মাহবুবুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here