Daily Gazipur Online

কাপাসিয়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
২৭ জানুয়ারি সোমবার সকালে স্থানীয় কার্যালয়ে ৫৩ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কাপাসিয়ায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সৈনিক কল্যাণ সংস্থা কাপাসিয়া শাখার সভাপতি এ.কে.এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. মো. আমানত হোসেন খান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি হুমায়ন কবির, সাধারণ সম্পাদক কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক একারামুল হক সরকার, কাপাসিয়া শাখার সাধারণ সম্পাদক আহসান উল্লাহ।
প্রধান অতিথি আমানত হোসেন খান বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকরা সমাজের কল্যাণে অনেক কাজ করতে পারে। আগামীতে কাপাসিয়ার উন্নয়নে তারা আরো বেশি অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।