Daily Gazipur Online

কাপাসিয়ায় স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে স্বামী রিমন(২১) আত্মহত্যা করেছে। চাঞ্জল্যকর ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের ফজলুল হকের বাড়িতে। ২২ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার এএসআই মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
কাপাসিয়া পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ মনিরুজ্জামান খান বলেন আজ দুপুরে আড়ালিয়া গ্রামের রিক্সা চালক ফজলুল হকের মেয়ে ফাহিমা আক্তার(১৮)কে গলা টিপে হত্যার পর ঘাতক স্বামী রিমন শশুর বাড়ীর বসতঘরে স্ত্রীর উড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তিনি আরো বলেন নিহত ফাহিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। কাপাসিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে প্রেরণ করেন।
ফাহিমার বাবা ফজলুল হক জানান পাশ্ববর্তী বড়চালা গ্রামের মনির হোসেনের ছেলে রিমনের সাথে ৯মাস আগে ফাহিমাকে বিয়ে দেই। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া-বিবাদ চলছিল।
এ রিপোর্ট লেখার সময় মামলার বিষয়ে পুলিশের কাছে জানতে চাইলে এসআই শফিকুল ইসলাম বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।