
আসাদুল্লাহ মাসুম,কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ীদের ৪ এপ্রিল গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। উপজেলা চেয়ারম্যান আমানত হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত গাজীপুর জেলা আ’লীগের সহ সভাপতি অ্যাড. আমানত হোসেন খান, ভঅইস চেয়ারম্যান পদে উপজেলা আ’,লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ’লীগ সভানেত্রী রওশন আরা সরকার।
সহকারী রিটারর্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা জানান, চেয়ারম্যান পদে নৌকা প্রতিকে আমানত হোসেন ৫৫৮৬১ ভোট, তালা প্রতিকে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান আসান ৩৪৩৩৪ ভোট এবং কলস প্রতিক নিয়ে রওশন আরা সরকার ৪৩২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়।
উল্লেখ, কাপাসিয়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন অ্যাড. রেজাউল করীম ভূইয়া, ২য়বার অ্যাড. আফসার উদ্দিন আহমদ খান, ৩য়বার মোতাহার হোসেন মোল্লা, ৪র্থবার খন্দকার আজিজুর রহমান পেরা।






