Daily Gazipur Online

কালিয়াকৈরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে আহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে পিটিয়ে আহত করেছে এক দল বখাটে যুবক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় ঐতিহ্যবাহী ষাড়ের পুকুর দরগাহ শরীফে সিন্নী দিতে আসেন গোয়ালবাথান ও টান কালিয়াকৈর নামক দুটি গ্রামের লোকজন।
গোয়ালবাথান এলাকার তমিজ উদ্দিনের মেয়েকে অশ্লীল অঙ্গভঙ্গীর মাধ্যমে উত্ত্যক্ত করতে থাকে টান কালিয়াকৈর এলাকার রমজান আলীর বখাটে পুত্র রাসেল(১৯)। এ সময় মেয়েটির আত্মীয় রায়হান মিয়া এ ঘটনার প্রতিবাদ করেন। দুজনের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে রাসেল তার সহযোগীদের ফোন করে ঘটনাস্থলে আসতে বলে। পরে তার সহযোগী রাতুল ও অপুর নেতৃত্বে ২০/২৫ জনের একদল যুবক ষাড়ের পুকুর দরবারে তান্ডব চালায় এবং প্রতিবাদী রায়হানকে বেধরক পিটিয়ে আহত করে। আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, ইভটিজিংকে কেন্দ্র করে এক যুবক আহত হয়েছে,পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।