ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বরাব এলাকা হতে ৯০০ গ্রাম গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
২৭ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বরাব এলাকায় মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১, সিপিএসসি গাজীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন বরাব সাকিনস্থ জনৈক এলিজা বেগম এর বাড়ীর গেইটের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সুজন হোসেন(১৯), পিতা-মোঃ সোনা মিয়া, মাতা-মোসাঃ সেলিনা বেগম, সাং-বরাব, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুর, ২। মোঃ সালমান হোসেন(২১), পিতা-মোঃ জাহারুল ইসলাম, মাতা-মোসাঃ হাসনা বেগম, সাং-ধনাঞ্চয়খালী, থানা-কাশিমপুর, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে সর্বমোট ৯০০(নয়শত) গ্রাম গাঁজা এবং নগদ ৪০০/-টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বরাব এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(ক)/৪১ ধারার অপরাধ করেছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।