Daily Gazipur Online

কালিয়াকৈরে পরিযায়ী পাখি ও বন্য প্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ”আমরাই পারি বন্য প্রাণী বাঁচাতে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা রেস্ট হাউজে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকা, এর আয়োজনে পরিযায়ী পাখি ও বন্য প্রাণী বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন শ্রেনী পেশার এিশ জন ব্যক্তির মাঝে জলবায়ু পরিবর্তন,বন্যপ্রানী কিভাবে বৃদ্ধি করা যায়, বন্যপ্রানী অপরাধ কিভাবে বন্ধ করা যায় সে বিষয় গুলো সভায় আলোচনা করা হয় । বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট, বন্য প্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা জনাব আশরাফুল আলম দোলন। এই আলোচনা সভাটি সঞ্চালনা করেন জনাব সাদেকুল ইসলাম জুনিয়র ওয়াল্ড লাইফ স্কাউট, বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব শেখ জসিম। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিট কর্মকতা ও কর্মচারী বৃন্দ।