Daily Gazipur Online

কালিয়াকৈরে ফিলিং স্টেশন থেকে যুবতীর গলিত লাশ উদ্ধার

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে এক যুবতির লাশ একটি ফিলিং স্টেশনের অকটেন রাখার ট্যাংকের মুখের ফেলে রাখা হয়। সোমবার দুপুরে ওই যুবতির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার উত্তর দাঁড়িয়াপুর এলাকার ভূমি সিএনজি এন্ড ফিলিং ষ্টেশনে এ ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে গাড়ী থেকে ট্যাংকের অকটেন ভর্তি করার সময় দুর্গন্ধ বের হয়। এসময় ওই ফিলিং ষ্টেশনের লোকজন অকটেন রাখার ট্যাংকের মুখে এক যুবতীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ওইদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই ফিলিং স্টেশনের অকটেন রাখার ট্যাংকের মুখে থেকে ওই যুবতির গলিত লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল নীল রংয়ের হাফপ্যান্ট ও খয়েরি রংয়ের জামা।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আজিম হোসেন জানান, ওই গলিত লাশটি উদ্ধার করা হয়েছে। তবে ময়না তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।