Daily Gazipur Online

কালিয়াকৈরে ফেন্সিডিল এবং প্রাইভেটকারসহ ২ জন মাদক ডিলার গ্রেফতার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হতে ৩৭০ বোতল বিদেশী ফেন্সিডিল এবং প্রাইভেটকারসহ ০২ জন মাদক ডিলার গ্রেফতার।
১৫ জানুয়ারি র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান জয়পুরহাট হতে গাজীপুরের দিকে আসিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন,(জি) বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন সূত্রাপুর সাকিনস্থ শিলাবৃষ্টি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ সাঈদ হাসান(২৫), পিতা-মোঃ বাবলু প্রামাণিক, মাতা-মোসাঃ নাদিরা বেগম, সাং-বিষ∙ুপুর, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ২। মোঃ সেলিম হোসেন রকি(৩২), পিতা-মোঃ আব্দুর রউফ, মাতা-মোসাঃ সেলিনা বেগম, সাং-জাহানপুর, থানা-ধামৈরহাট, জেলা-নওগাঁ’দ্বয়কে নাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ৩৭০(তিনশত সত্তর) বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) টি প্রাইভেটকার(যার নেম প্লেটে ঢাকা-মেট্টো-গ-১৭-০৪৫৯), নগদ ৪৫০/-টাকা এবং ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীরা ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল তার হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।