

স্বপন সরকার,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরে শাহীন স্কুলের উদ্যোগে শনিবার সকালে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শিশুদের মেধা বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত মোট ৪৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিটি শ্রেণি থেকে ৩জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট এবং বাকি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ প্রদানের জন্য সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
এ সময় পুরস্কার বিতরনী সভায় শাহীন স্কুল সফিপুর শাখার পরিচালক মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন স্কুল গাজীপুর শাখার পরিচালক মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি, সফিপুর শাখার প্রধান শিক্ষক মোঃ আওলাদ হোসেনসহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী ও অভিবাবকবৃন্ধ।
আলোচনা সভা শেষে প্র্রধান অতিথি মুহাম্মদ মফিজ উদ্দিন মাফি সেরা শিক্ষক -শিক্ষকগণের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
