কালিয়াকৈরে ৩৯ টি পাখি উদ্ধার

0
54
728×90 Banner

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর হাটে রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় অভিযান পরিচালনা করেন বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট, বনভবন আগারগাঁও, ঢাকা। এই অভিযান পরিচালনা করে টিয়া ১৭- টি,ঘু ঘু – ১১ টি,শালিক ৬- টি, মুনিয়া- ৫ টি সবমোট ৩৯ টি পাখি উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করার টের পেয়ে অপরাধীরা পাখি রেখে পালিয়ে যায়।
নার্গিস সুলতানা, বন্যপ্রাণী পরিদর্শক, বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করেন জনাব মো সাদেকুল ইসলাম ও কামরুল ইসলাম জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, উপস্থিত ছিলেন সন্জয় বন্ধ বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের গেইটম্যান শেখ জসিম উদ্দিন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বাগানমালী।
বন্যপ্রাণী ( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি ও বন্যপ্রাণী ক্রয়-বিক্রয় লালন পালন করা শাস্তি যোগ্য অপরাধ।
কালিয়াকৈর রেন্জ অফিস, শালবনে পাখি গুলো মুক্ত আকাশে অবমুক্তি করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here