Daily Gazipur Online

কালীগঞ্জে ক্রিডের চেক প্রদান

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড)’র সঞ্চয় ও ঋণ কার্যক্রমের আওতায় স্বেচ্ছাধীন মাসিক সঞ্চয় জমার মেয়াদ ১০ বছর পূর্তি উপলক্ষে সদস্যদের মাঝে চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের ‘রুপালী’ সমিতির সভানেত্রী মোসা. বেবী বেগমের বাড়ীতে এ চেক প্রদান করা হয়।
সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড) কালীগঞ্জ আঞ্চলিক ব্যবস্থাপক মো. সারোয়ার মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড) নির্বাহী সচিব মো. সোলায়মান খান। কালীগঞ্জ শাখা ব্যবস্থাপক সুনীল কুমার সরকারের পরিচালনায় বিশেষ অতিথি প্রকল্প পরিচালক মো. লুৎফর কবির মৃধা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. গোলাম মস্তফা দেওয়ান, মোসা. হালিমা বেগম, সেন্টার ফর রিহ্যবিলিটেশন এডুকেশন আরনিং ডেভেলপমেন্ট (ক্রিড) হিসাব ব্যবস্থাপক মোহাম্মদ সৈয়দ মিয়া, রুপগঞ্জ উপজেলার দাউদপুর শাখা ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম প্রমূখ। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলার ফুলদী শাখা ব্যবস্থাপক মাইনুদ্দিন, পুবাইল শাখা ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন, সিনিয়র ক্রেডিট অফিসার মো. মাসুম ফরাজী, ক্রেডিট অফিসার মো. জামাল উদ্দিন, মো. রোবায়েত হাসানসহ বিভিন্ন সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। পরিশেষে প্রধান অতিথি মো. সোলায়মান খান ও বিশেষ অতিথি মো. লুৎফর কবির মৃধা স্থানীয় মায়া সমিতির সদস্য মোসা. শিরিন আক্তার ও শিউলী সমিতির সদস্য মোসা. রওশন আরার হাতে প্রত্যেককে ১ লক্ষ ৭ শত ৭৫ টাকার চেক প্রদান করেন।