Daily Gazipur Online

কাশিমপুর থানার জন্য ৫৯ শতাংশ জমি দান করলেন ব্যবসায়ী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ৮ টি থানা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরু হয়, যার মধ্যে ৬ টি থানার কার্যক্রমই চলছে ভাড়া করা ভবনে ।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার চৌধুরী মোঃ তানভীর মঙ্গলবার জানান, মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মহানগর পুলিশে যোগদান করার পরপরই নিজস্ব ভবনে জিএমপি’র অফিস পরিচালনার দিকনির্দেশনা দেন। উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ মিজানুর রহমান জিএমপি’ এর প্রচেষ্টায় ২০২১-২০২২ করবর্ষে ব্যক্তি ও কোম্পানী পর্যায়ের করদাতাদের মধ্যে ব্যবসায়ী ক্যাটাগরীতে Tax Card পাওয়া মোঃ মাহবুবুর রহমানের ৫৯ শতাংশ জমি ৬ ডিসেম্বর গাজীপুর কাশিমপুর থানার জন্য বাংলাদেশ পুলিশের অনুকূলে সাফ কবলা দলিলমূলে রেজিস্ট্রেশন করে দেন।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উন্নয়নমূলক সকল কার্যক্রম অব্যাহত থাকবে।