Daily Gazipur Online

কুয়ালালামপুরে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা জানালেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার-প্রচারনায় বিশেষ ভূমিকা রাখায়, মালয়েশিয়া ছাত্রলীগ’কে ধন্যবাদ জানিয়েছেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কুয়ালালামপুরে দলটির ৭১তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধন্যবাদ জানান দলটির কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
মালয়েশিয়া ছাত্রলীগ সভাপতি শাহিনুল ইসলাম পাটোয়ারির সভাপতিত্বে, রায়হান কবির ও মওদুদ মোল্লার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি ধানমন্ডি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন স্বপন।
ছাত্রলীগের সভাপতি নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগ বাংলাদেশের ইতিহাসের ধারক ও বাহক। এ সংগঠনের সুনাম অক্ষুন্ন রেখে পথ চলার জন্য সবাইকে নির্দেশনা দেন তিনি। প্রবাসে থেকে বঙ্গবন্ধু’র আদর্শে অনুপ্রানিত সকল ছাত্রলীগকর্মীদের ধন্যবাদ জানান ছাত্রলীগ সভাপতি। একই সঙ্গে প্রবাসী কমিটির মধ্যে ছাত্রলীগের কমিটি সবচেয়ে সুসংগঠিত বলে মন্তব্য করেন তিনি।
ভিডিও বার্তায় সাধারন সম্পাদক গোলাম রাব্বানি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মালয়েশিয়া ছাত্রলীগ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে যেভাবে সরকারের উন্নয়নগুলো প্রচার করেছে তা সত্যি-ই প্রশংসার দাবিদার। বিতর্কের উর্ধ্বে থেকে যোগ্যদের আগামীর ছাত্রলীগে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন এ ছাত্রনেতা। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহাথিরের মতো বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাবে বলে মন্তব্য করেন, তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাইনুল ইসলাম পলাশ, যুবলীগের যুগ্ন আহ্বায়ক মানসুর সোহেল, মাসুদুল আলম রনি, শ্রমিকলীগের সাবেক আহ্বায় সোহেল বিন রানা, শ্রমিকলীগের সহ-সভাপতি মো: সেলিম, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জালাল উদ্দিন সেলিম, যুবলীগ নেতা আমানউল্লাহ আমান, মালয়েশিয়া ছাত্রলীগের সহ-সভাপতি তারেকুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, আবুল কাশেম শাহিন, সজিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান রিপন, এসএম সুমন, এম এইচ তিতুমীর, এম এইচ জুয়েলসহ অনেকে।
পরে কেক কেটে দলটির একাত্তরতম প্রতিষ্ঠাবার্ষীকি পালন করা হয়।