Daily Gazipur Online

কৃষককে বাদ দিয়ে কোন উন্নয়ন চিন্তা করা যায় না – এমপি

সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর): নাটোর ১, ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, শোষিত বঞ্চিত অধিকার হারা মানুষের অধিকার আদায়ের রাজনীতি করি। দূর্নিতীর শিকড় আমি উপড়ে ফেলতে চাই। দূর্নিতি মুক্ত লালপুর-বাগাতিপাড়া গড়তে চাই। আমার দাদা কৃষক, বাবা কৃষক, আমি নিজেও একজন কৃষক। আর এই কৃষক পরিচয় দিতেই আমি স্বাচ্ছন্দবোধ করি। কৃষক কে বাদ দিয়ে কোন উন্নায়ন চিন্তা করা যায় না। তিনি আরো বলেন আমি ইতিপূর্বে লালপুরের বিভিন্ন মোড়ে রিক্সা, ভ্যান, অটোচালকদের নিকট থেকে চাঁদা নেওয়া বন্ধ করেছি। উপজেলা সাব রেজিষ্টার অফিসে অনিয়ম দূর্নিতী বন্ধ করেছি।
শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলা নবনির্মিত অডিটরিয়াম হলরুমে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল ব্যানীত দ্যুতির সভাপতিত্বে লালপুর উপজেলা নবনির্মিত প্রশাসনিক ভবন ও কৃষকদের মাঝে ১৭লক্ষ ৩৯হাজার ৫০০টাকার কৃষি উপকরণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, লালপুর উপজেলা যুবলীগের সভাপতি ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, নাটোর জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
অপর দিকে উপজেলা প্রশাসনিক ভবন নির্মানে ৪কোটি ৫৩লক্ষ ৮৫হাজার ১শত ৬৩ টাকা ৫০পয়সা ব্যায়ে নির্মিত ভবনের উদ্ধোধন করেন।