ডেইলি গাজীপুর বিনোদন: নেই কোনো নাটকে, বিজ্ঞাপন, চলচ্চিত্র কিংবা তারকা অনুষ্ঠানে। ফোন করলেও পাওয়া যায় না তাকে। একসময় টিভি পর্দায় তার সরব উপস্থিতি থাকলেও এখন একেবারেই আড়ালে। প্রায় বছর দুয়েক ধরে নাটকপাড়ায় তার কোনো দেখা নেই। প্রযোজক, নির্মাতা ও সহশিল্পীদের সঙ্গেও তার যোগাযোগ নেই। বলছি মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের কথা।
ছোটবেলা থেকেই গান, অভিনয় ও নাচের সঙ্গে তার সখ্য গড়ে ওঠে। খুব অল্প সময়েই মিডিয়ায় সবার নজর কাড়েন শখ। মাধ্যমিকের গন্ডি পেরোনোর আগে থেকে কাজের ব্যস্ততা বেড়ে যায় এ সুন্দরীর।
এরপর শুধুই এগিয়ে যাওয়ার গল্প। নাটকের পাশাপাশি সমানতালে করতে থাকেন মডেলিংও। কাজের ধারাবাহিকতায় একসময় চলচ্চিত্রেও নাম লেখান তিনি। ২০১০ সালে এমবি মানিক পরিচালিত ‘বল না তুমি আমার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় নিজেকে এগিয়ে রাখেন শখ। এরপর দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে নিলয় আলমগীরের সঙ্গে জুটি বেঁধে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করেন। এ ছবির নায়কের সঙ্গে প্রেম, অতঃপর বিয়ে বন্ধনে আবদ্ধ হন শখ। সব ঠিকঠাক চললেও হঠাৎ করেই শখের জীবনের ছন্দপতন শুরু হয়। অল্প সময়ের ব্যবধানে সুখের সংসারে দুঃখের আগুন জ¦লে ওঠে। বিয়ে বিচ্ছেদ হয় তার। সংসার-শোবিজ অঙ্গন কোথাও স্থির হতে পারেনি এই গস্নামার অভিনেত্রী। এখন নেই তার সংসার, ব্যস্ততা নেই শোবিজ অঙ্গনেও। শখ এখন ব্যক্তিগত জীবন নিয়ে কেমন আছেন সেটাও জানেন না নিকট আত্মীয় ছাড়া অন্য কেউ। বিয়ে বিচ্ছেদের পর থেকেই অভিনয়ে অনিয়মিত শখ। একটা সময় অভিনয় থেকে নিজেকে প্রায় গুটিয়ে নেন তিনি। তবে কি অভিনয়কে বিদায় জানিয়েছেন তিনি? সে কথার জবাব মেলে না কারো কাছে। শোবিজ অঙ্গনের কারও সঙ্গেই যোগাযোগ নেই তার। শোবিজ পাড়ার অনুষ্ঠানগুলোতেও দেখা যায় না এই অভিনেত্রীকে। নিজের মতো করে সময় কাটাচ্ছেন তিনি। প্রয়োজন হলে তিনি নিজেই যোগাযোগ করেন সবার সঙ্গে। বেশির ভাগ সময়ই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। খোলা থাকলেও রিসিভ করেন না। একাধিক তারকা শখের বিষয়ে জানান, দীর্ঘ দিন ধরেই তাদের সঙ্গে শখের কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় কেমন আছেন তাও জানা নেই তাদের।
অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অহসান হাবিব নাসিম বলেন, ‘আমাদের সঙ্গে শখের কোনো যোগাযোগ নেই।
কেমন আছেন তাও বলতে পারছি না। হয়তো তিনি পারিবারিক ব্যস্ততায় আছেন। দীর্ঘ দিন ধরেই তিনি নাটকে অভিনয় করছেন না। আমাদের শিল্পীদের মধ্যে কেউ কোনো সমস্যায় পড়লে সংগঠনের পক্ষ থেকে আমরা তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। কিন্তু শখ তেমন কোনো সমস্যায় নেই। থাকলে আমরা জানতে পারতাম। ব্যক্তিগত ব্যস্ততায় হয়তো নিজেকে আড়ালে রেখেছেন।’
শখের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। বড় হয়েছেন ঢাকায়। ছোটবেলা থেকে নাচ শিখলেও মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় অভিষেক হয়েছিল শখের। প্রথম বিজ্ঞাপনেই চমক তৈরি করেন শখ। তার প্রথম বিজ্ঞাপন ছিল সানসিল্ক (স্টিল অ্যাড)। চিত্রনায়ক রিয়াজের সঙ্গে তাকে অনবদ্য ভঙ্গিতে দেখা যায় একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে। এরপর করেছেন বাংলালিংকের দেশ সিরিজের বেশ কিছু বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। বাংলালিংকের সিরিজ বিজ্ঞাপন ছাড়াও শখ বিভিন্ন সময় মডেল হয়েছেন ক্লোজআপ, প্যারাসুট, ফেয়ারনেস ফেয়ার, নকিয়া, ওয়ালটনসহ বেশ কিছু ভালো প্রোডাক্টের। এরপর আকতার ম্যাট্রেসের একটি বিজ্ঞাপন চিত্রে সুপার মডেল নোবেলের বিপরীতে পারফর্ম করেছেন শখ।
২০০২ সালে শিশুশিল্পী হিসেবে ‘স্বাক্ষর’ ও ‘নিক্তি’ নামের নাটকে অভিনয় করেন। এরপর শখ অভিনয়ে আসেন একটা লম্বা বিরতির পর। ধারাবাহিক ‘অদ্ভুতুরে’ এর মাধ্যমে বড়দের চরিত্রে প্রথম অভিনয় শুরু। এরপর তার ব্যস্ততা বেড়ে যায়। নাটকের পাশাপাশি কাজ করেন দুটি চলচ্চিত্রে।