Daily Gazipur Online

ক্যাটরিনার নতুন চ্যালেঞ্জ

ডেইলি গাজীপুর বিনোদন: ‘ভারত’ সিনেমার সাফল্যে খুশি সব কলাকুশলীরাই। প্রথম দিনেই ৪২ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ভারত। প্রশংসিত হয়েছে ক্যাটরিনা কাইফের অভিনয়ও। এরইমধ্যে ক্যাটরিনা তার পরবর্তী ছবির ঘোষণা দিলেন। একটি স্পোর্টস ফিল্মে অভিনয় করতে চলেছেন তিনি।
স¤প্রতি একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, কী ধরনের চিত্রনাট্য তার পছন্দ। উত্তরে ক্যাটরিনা জানান, যেখানে অতিরিক্ত নাটক থাকবে না, অতিরিক্ত আবেগ থাকবে না সেরকম বোল্ড চিত্রনাট্যই তার পছন্দের।
তখন তিনিই জানান, তার পরের সিনেমাতে তিনি পিটি উষার ভ‚মিকায় অভিনয় করছেন। এ ছাড়াও এমন চরিত্রে তিনি অভিনয় করতে চান যেরকম চরিত্রে তিনি আগে অভিনয় করেননি। ভারতীয় স্প্রিন্টার পিটি উষার চরিত্রের জন্য প্রস্তুতি শুরু করেছেন তিনি। তবে কে পরিচালক বা কবে শুটিং সে বিষয়ে আপাতত কিছুই বলেননি। পিটি উষার পুরো নাম পিলাভুলাকান্দি তেকেপারাম্বালি উষা। সংক্ষেপে পিটি উষা। এশিয়ান গেমস, এশিয়ান অ্যাথলেটিক্স ও বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ২০টিরও বেশি পদক জিতেছেন। উষা ছিলেন মূলত স্প্রিন্টার। কিন্তু ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন হার্ডলসেও।