Daily Gazipur Online

খুনি মোশতাক ও জিয়ার মরণোত্তর বিচারের দাবি

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): ৮ নভেম্বর ২০২১ সোমবার জাতীয় স্বাধীনতা পার্টির উদ্যোগে পার্টির চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে “৭ই নভেম্বর সৈনিক হত্যা দিবস ও খুনি মোশতাক ও জিয়ার মরণোত্তর বিচারের দাবিতে মানববন্ধন” কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে মিজানুর রহমান মিজু বলেন, “১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে ৩রা নভেম্বর জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে স্বাধীনতা স্বপক্ষের সৈনিকদের খুনি মোশতাক ও জিয়া পরিকল্পিতভাবে সামরিক কর্মকর্তাসহ সৈনিকদের হত্যা করে। এ দায়ের তাদের মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান, যুগ্ম মহাসচিব সি.এম মানিক, জাতীয় স্বাধীনতা পার্টির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি প্রকৌশলী সুভাষ গুহ, ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ জাতীয় ও দলীয় নেতৃবৃন্দ।