সাহানুর রহমান,রংপুর: ১০ নভেম্বর গণতন্ত্র দিবস পালন করবে জাতীয় পার্টি। এজন্য একটি নিবন্ধ প্রকাশ করেছে সংগঠনটি। সারাদেশের শাখাগুলোতে দলটির মহাসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পাঠানো হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি স্বাক্ষরিত ওই পত্রে বলা হয়েছে, জাতীয় পার্টির সারাদেশের সকল সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডংগুলোতে ১০ নভেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হবে। এজন্য সকল শাখাকে দিনটি যথাযোগ্য মর্যাাদার সাথে পালন করতে হবে।
দলটির মহাসচিবের নির্দেশনায় আরও বলা হয়েছে, দিনটি উপলক্ষে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে। ওই নিবন্ধের আলোকে আলোচনা সভার কর্মসূচি পালন করতে হবে।