Daily Gazipur Online

গাজিপুরস্থ সিরাজগঞ্জ কল্যাণ সমিতির মাসিক বধিত সভা অনুষ্ঠিত

আবির হোসাইন শাহিন (সিরাজগঞ্জ প্রতিনিধি): গাজীপুররস্থ সিরাজ কল্যাণ সমিতির মাসিক বধিত সভা অনুষ্ঠিত হয়: গাজীপুর মডেল কলেজে প্রাঙনে।সিরাজগঞ্জ স্থায়ী নাগরিক কতৃক আয়োজিত মুল প্রাতিপাদ্য বিষয়কে ধারণ করে সকলের তোরে সকলে মোরা প্রত্যেকে আমরা পরের তরে।উক্ত সভায় উপস্থিত ছিলেন ডাক্তার, শিক্ষক, ছাত্র,আইনজীবী গবেষক এসপি সহ সকল শ্রেণীর সিরাজগঞ্জ এর স্থায়ী নাগরিকবৃন্দ। সঞ্চালক ও উপস্থাপনায় ছিলেন আনোয়ার স্যার (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নদী বাচাও আন্দোলন ও সিঃ কল্যাণ সমিতি) আমিনুল ইসলাম (সহ সাধারণ সম্পাদক সিঃকল্যান সমিতি) হাবিবুর রহমান মানিক সাংগঠনিক সম্পাদক (সিঃ কল্যাণ সমিতি) এম এ আব্দুল বাতেন (সভাপতি সিঃকল্যাণ সমিতি ও মেজর অবঃ)।এছাড়াও কৃষি গবেষণার সাবেক গবেষক আয়নুল হক ঢাবির সিনিয়র অফিসার আব্দুল বারি,ন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক আব্দুর রাহিম ইমরান মুসাফির, আবির হোসাইন শাহীন, ডিবিএল গ্রুপের আই ই ম্যানেজার এনামুল হক সহ প্রমুখ। সভায় আসছে রমজান উপলক্ষে ইফতার মাহফিলের ব্যাপারে আলোচনা করা হয়।আলোচনায় বক্তারা একে অন্যের সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের উন্নয়নের জন্য সবার আন্তরিকতা কামনা করেন।
সিরাজগঞ্জ কল্যাণ সমিতি একটি সংগঠন যেখানে একে অন্যের সহযোগিতার মাধ্যমে নিজেদের মধ্যে উন্নয়ন সাধিত হয়।