Daily Gazipur Online

গাজীপুরের গাছায় এমএলএম কোম্পানীতে চাকরির প্রলোভনে প্রতারণার অভিযোগ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর গাছা থানা এলাকায় সিটি করপোরেশনের মেয়র সাহেবের বাসার উত্তর পাশের গলিতে ফিউটার ২১ ইলেকট্রনিক্স নামে একটি (এমএলএম) কোম্পানীতে গ্রামের সহজ সরল তরুনদের বেশি বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। পরে তাদের প্রতিজনের কাছ থেকে ৪০৫০০/- (চল্লিশ হাজার পাঁচশত টাকা করে) আদায় করে কাজে লাগিয়ে দেয়া হয়। মাস শেষে বেতন চাইতে গেলে ফিউটারের লোকজন বলে আরও দুই লোক নিয়ে আসো তারপর বেতন পাবে। প্রতিমাসে ২০হাজার টাকা বেতন দেয়ার কথা থাকলেও তাদেরকে বেতন ভাতা দেয়া হয়না। এমনকি ওই তরুনদেরকে কোম্পানীর নির্দিষ্ট একটি বাসায় প্রায় বন্দিদশার মতো রাখা হয়। কেউ চাকরি ছেড়ে চলে যেতে চাইলে তাদেরকে এলইডি টিভিরস্থলে অখ্যাত কোম্পানীর কম্পিউটার মনিটর, ডিনার সেটেরস্থলে নিম্নমানের সিরামিক্সের প্লেট দিয়ে নির্ধারিত প্রাপ্তি স্বীকার রশিদে স্বাক্ষর রাখা হয়। এমনকি তাদের প্রতারণার বিষয়ে অন্যকে কিছু না জানানোর জন্য হুমকি প্রদান করা হয়।
এসব প্রতারকদের হাত থেকে দেশের মানুষকে রক্ষায় ভূক্তভোগীরা কলম সৈনিক সাংবাদিক, র্র্যাব, পুলিশ প্রশাসনসহ সকলের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।