Daily Gazipur Online

গাজীপুরের গাছায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের গাছায় দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশের গাছা থানা শাখার সভাপতি গাসিক ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডল বলেছেন, দেশ ও জাতির কল্যাণে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাবুল সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। তিনি দেশের টাকা বিদেশে পাচার করেননি। নিজের হাতে গড়া প্রতিটি প্রতিষ্ঠানকে সন্তানের মতো দেখা-শোনা করেছেন। তাঁর প্রতিষ্ঠিত দৈনিক যুগান্তর কখনো নিজের মাথাকে কারোর কাছে বিক্রি করেনি। দুর্নীতিবাজদের সাথে যুগান্তর কখনো আপস করেনি। যুগান্তর দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুগান্তর সপ্তাহে একদিন পূর্ণ পৃষ্ঠায় ইসলামী বিষয়ে লেখা-লেখি করে দ্বীনের খেতমতেও নিয়োজিত আছে।
শনিবার দুপুরে বোর্ড বাজার মোল্লা কনভেনশন সেন্টারে যুগান্তরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যুগান্তর স্বজন সমাবেশের গাছা থানা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, যুগান্তর স্বজন সমাবেশের টঙ্গীর সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলি, গাছা শাখার সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন মোল্লা, গাছার স্বজন শাহ জালাল তরুণ, শাহ জাহান মাস্টার, আব্দুল আজিজ, শামীম কায়সার খান, বাবুল হোসেন মন্ডল, জহুরুল ইসলাম, হাজী আমির হোসেন ভুট্টু, জামাল খান, মো. জনি, নবিন হোসেন, আব্দুল হালিম, রুহুল আমিন, সুমন আহদে, আবুল হাসনাত, মনিরুজ্জামান লিটন, সোহাগ, রাকিব মন্ডল, আবু সাঈদ, আশিকুর রহমান মহসিন প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক যুগান্তরের গাছা থানা প্রতিনিধি এম আর নাসির। অনুষ্ঠান শেষে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল ইসলাম এর রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে কেক কেটে যুগান্তরের জন্মদিন পালন করা হয়।