গাজীপুরের ছয় আসন: কোন্দল মিটলে বিএনপির সামনে জয়ের সম্ভাবনা

0
502
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : রাজা-গাজীদের শাসিত অঞ্চল বর্তমানের গাজীপুর। রাজধানী ঢাকাসংলগ্ন হওয়ায় স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে কোনো আন্দোলনে এই জেলার বীর জনতা অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। জেলার তৎকালীন নাম জয়দেবপুর থেকেই একাত্তরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় । চব্বিশের জুলাই বিপ্লবেও অগ্রণী ভূমিকা ছিল গাজীপুরের বীর-যোদ্ধাদের। এসেছে নতুন স্বাধীনতা, ফিরে আসছে ভোটের পরিবেশ।
শিল্পাঞ্চল ও বন-গজারি বিশিষ্ট গাজীপুরের পাঁচ উপজেলা এবং সিটি করপোরেশনের আট থানা নিয়ে ছয়টি আসন গঠিত। এর মধ্যে একটি সদ্য পুনর্বিন্যাসিত। এসব আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক দলগুলোর নেতারা। জামায়াত ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করলেও বিএনপিসহ অন্য দলগুলোর নেতারা কেন্দ্রের দিকে তাকিয়ে আছেন।
বিএনপির অন্তর্কোন্দলের কারণে তৃণমূলে কিছুটা অস্থিরতা বিরাজ করলেও ভোটের মাঠে তারা বরাবরই এগিয়ে। দুটি আসনে ভাসমান ভোটার বেশি, অর্থাৎ শিল্পাঞ্চলের শ্রমিকদের সমর্থনে নির্ধারিত হবে জয়-পরাজয়। অন্যগুলোতে স্থানীয় ভোটাররাই মূল ফ্যাক্টর। তবে এর কোনোটিতেই সেভাবে আধিপত্য বিস্তার করতে পারেনি নতুন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল জামায়াত। যদিও কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনে দলটির তরুণ নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী প্রচার ও প্রভাবে বেশ এগিয়ে গেছেন। ইতোমধ্যে তিনি নির্বাচনি এলাকায় বেশ সাড়াও ফেলেছেন বলে স্থানীয়রা জানান।
গাজীপুর-১
জেলার কালিয়াকৈর উপজেলা এবং মহানগরীর কোনাবাড়ী, কাশিমপুরের ১ থেকে ১২ নম্বর ওয়ার্ড নিয়ে গাজীপুর-১ আসন গঠিত। এখানে উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নবাগত-হাইব্রিড নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন পরিবেশে এবার ধানের পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রমবিষয়ক সম্পাদক পরিবহন শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ কয়েকজন।
কাজী সাইয়েদুল বলেন, ‘দেশ সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণ ভালোভাবে নিয়েছে। বিষয়টি নিয়ে আমরা তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের জনগণের সঙ্গে কাজ করছি। আশা করছি, দল এগুলো বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দেবে।’
শওকত হোসেন বলেন, ‘আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বার বার জেল-জুলুমের শিকার হয়েছি। দলের জন্য ত্যাগ ও অবদান আমাকে ধানের শীষের টিকিট পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
জামায়াত মানারাত ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি সাবেক সচিব মু. শাহ আলম বকশিকে প্রার্থী ঘোষণা করেছে। দলীয় মনোনয়ন পাওয়ার পরই নেতাকর্মীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন নির্বাচনি মাঠে। নিয়মিত নানা কর্মসূচি নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, চেষ্টা করছেন মন জয়ের।
শাহ আলম বকশী বলেন, ‘জনগণ দখল, চাঁদাবাজি ও অন্য দলগুলোর দুঃশাসন দেখেছে। এতে রীতিমতো বিরক্ত সাধারণ ভোটার। তারা চায় ধর্মীয় মূল্যবোধের দেশ গঠন করতে, যা জামায়াতের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আমরা মানুষকে ধর্মীয় মূল্যবোধে গঠিত রাষ্ট্রের সুবিধা ও কল্যাণের বিষয়ে বোঝাচ্ছি, তারাও বেশ সাড়া দিচ্ছেন। জনগণের স্বতঃস্ফূর্ত রায়েই দাঁড়িপাল্লার বিজয় হবেÑইনশাআল্লাহ।’
গাজীপুর-২
বর্তমান নির্বাচন কমিশন থেকে সংযোজন বিয়োজন করে মহানগরীর মেট্রো সদর, বাসন ও গাছা থানার দুটি ওয়ার্ড এবং সদর উপজেলার বারিয়া ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে গাজীপুর-২ আসন। এখানে কয়েকটি শিল্পাঞ্চল থাকায় নির্বাচনে বেশ প্রভাব থাকবে শ্রমিক ভোটারের।
এবার আসনটি দখলে নিতে তৎপর আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে মনজুরুল করিম রনি এবং জিয়া পরিষদ ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা কমিটির সভাপতি ডাক্তার মাজহারুল আলম।
ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত মাজহারুল আলম বলেন, ‘মনোনয়ন পেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসীসহ এলাকার সব অপরাধমূলক কর্মকাণ্ড দূর করা হবে। আমার ওপর জনগণের আস্থা-বিশ্বাস আছে। এসব বিবেচনায় দলীয় টিকিট পাব বলে দৃঢ় বিশ্বাস আছে।’
মঞ্জুরুল করিম বলেন, ‘ধানের শীষ পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দলের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করব।’
জামায়াত গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির (শ্রমবিষয়ক) হোসেন আলীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ইতোমধ্যে তিনি বিভিন্ন স্লোগান-সম্বলিত পোস্টারে এলাকা ছেয়ে ফেলেছেন। ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। তিনি বলেন, ‘শিল্পকারখানা অধ্যুষিত এ আসনে শ্রমিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে পেরেছি। জনগণ এবার আদর্শিক ও ধর্মীয় মূল্যবোধের নেতা খুঁজছে। ব্যালটেও এর প্রমাণ পাওয়া যেতে পারে। তাই দাঁড়িপাল্লার জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
এছাড়া গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আবদুর রহমান প্রচার চালাচ্ছেন। আর ইসলামী আন্দোলন মাওলানা এম এ হানিফ সরকারের নাম প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।


গাজীপুর–৩
শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৩ আসন। এখানে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুসহ দু-তিন নেতা। তারা নানাভাবে প্রচার চালিয়ে ভোটারদের মন জয়ের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
ডা. রফিকুল বলেন, ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। বার বার ফ্যাসিবাদীদের হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। এসব কারণে দলীয় মনোনয়ন পেলে জনগণের রায় নিয়ে আসনটি বিএনপিকে উপহার দিতে পারব।’
জামায়াত জেলা শাখার আমির ড. জাহাঙ্গীর আলমকে বেশ আগেই প্রার্থী ঘোষণা করায় প্রচারে এগিয়ে আছেন তিনি। ড. জাহাঙ্গীর বলেন, মানুষের মধ্যে ইসলামের আলোকে সমাজ বিনির্মাণের একটা আগ্রহ ও আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে। দেশটাকে সুন্দর, পরিচ্ছন্ন ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই। এসব বিষয় মাথায় রেখে আগামী নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষে রায় দেবে।
এছাড়া এনসিপির মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মসূচির পাশাপাশি ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গাজীপুর-৪
কৃষি অর্থনীতি সমৃদ্ধ গাজীপুর-৪ আসনটি জেলার কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন দলের কাণ্ডারী খ্যাত স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ছেলে ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ রিয়াজুল হান্নান। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাশেমও ধানের শীষ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন।
শাহ রিয়াজুল বলেন, ‘বাবার হাত ধরে রাজনীতি শিখেছি, জনগণের পাশে থেকেছি, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছি। দলীয় মনোনয়ন পেলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের আশা করছি।’
জামায়াত এখানে তরুণ নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাহউদ্দিন আইউবীকে প্রার্থী করেছে। তিনি বলেন, নীতি-আদর্শ ঠিক রেখে জনগণকে যদি দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পথ দেখানো যায় এবং ইসলামে মূল্যবোধকে সমুন্নত রেখে দেশ গঠনের দিকনির্দেশনা দেওয়া যায় তাহলে জনগণ দাঁড়িপাল্লার পক্ষে রায় দেবে।
এই আসনে এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ আল মহিন।
গাজীপুর-৫
বর্তমান নির্বাচন কমিশন গাজীপুর পাঁচ আসনকে ছোট করে শুধু কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠন করেছে। এখানে বিএনপির দলীয় টিকিট পেতে দৌড়ঝাঁপ করছেন দলের হেভিওয়েট প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
ফজলুল হক বলেন, কালীগঞ্জের উন্নয়নের জন্য আমি ব্যাপক কর্মসূচি নিয়েছিলাম। কিন্তু বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকার সব কর্মসূচি নষ্ট করেছে। আন্দোলন-সংগ্রামে আমার দায়িত্বশীল ভূমিকা এবং কালীগঞ্জকে উন্নয়নের জন্য গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য দল আমাকে মনোনয়ন দেবে বলে আস্থা আছে। ধানের শীষ পেলে জনগণের রায়ে আবার নির্বাচিত হব।
জামায়াতের মনোনয়ন পেয়েছেন দলটির গাজীপুর মহানগর শাখার নায়েবে আমির ও কালিগঞ্জ ফোরামের সভাপতি খায়রুল ইসলাম। তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের সময় নানা জেল-জুলুমের শিকার হয়েছেন তিনি। জনগণের মধ্যে ইসলামিক মূল্যবোধের কথা বলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বার বার। তাই আগামীতে তারই ত্যাগকে জনগণ মূল্যায়ন করে তাকে নির্বাচিত করবে বলেও তিনি দৃঢ় বিশ্বাসী।
এছাড়া এনসিপির পক্ষ থেকে নির্বাচনি প্রচার চালাচ্ছেন এম এম শোয়াইব। জনতা দল থেকে আজম খান নির্বাচন করবেন বলে প্রচার চালিয়ে যাচ্ছেন।
গাজীপুর-৬
বর্তমান নির্বাচন কমিশন সংসদে আসন পুনর্বিন্যাস করে গাজীপুরে পাঁচটি আসন থেকে আরেকটি বাড়িয়েছে। মহানগরীর গাছা থানার পাঁচটি ওয়ার্ড, পুবাইল থানা ও টঙ্গীর দুটি থানা নিয়ে গঠন করা হয়েছে গাজীপুর-৬ আসন। সদ্য ঘোষিত এ আসনে কোনো দল এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে ইতোমধ্যে গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার চালাচ্ছেন। তিনি ছাড়া তৎপর আছেন মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সরকার ও অধ্যাপক বশির আহমেদ। টঙ্গী পূর্ব থানা সভাপতি সরকার জাবেদ আহমেদ ( সুমন) সরকার,টঙ্গী পূর্ব থানা সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন আহমেদ।
সাধারণ ভোটার দেবেশ কুমার মল্লিক বলেন, এবারের নির্বাচন সরকার ও জনগণের জন্য একটি পরীক্ষা। কারণ, বর্তমান সরকার ঠিক থাকলে নিরপেক্ষ ভোট হওয়ার সম্ভাবনা আছে। দীর্ঘদিন পর এবার জনগণ সরাসরি কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। তাই জনগণের পছন্দের ব্যক্তি এবার সংসদে যাবে, সরকারের পছন্দের নয়। আর নির্বাচন যদি সুষ্ঠু করতে পারে বর্তমান সরকার তবেই দেশে জনগণের নির্বাচিত প্রতিনিধির সরকার প্রতিষ্ঠিত হবে।
বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও পুবাইল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুল লতিফ বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাচ্ছে। বর্তমান সরকারের কথা শুনে মনে হচ্ছে তারাও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের বিষয়ে আগ্রহী। তবে এবার তরুণদের ভোটের প্রভাব থাকবে বেশি। তারা এবার বেশ সচেতন, তাই প্রার্থীরা বিতর্কের ঊর্ধ্বে না থাকলে ভোটের মাঠে সাফল্য পাবে না। সূত্র: আমার দেশ

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here