Daily Gazipur Online

গাজীপুরে অগ্নিকান্ডে কলোনির ২৪টি কক্ষসহ ১০টি ঝুট গুদাম পুড়ে ছাই

মো:বায়েজীদ হোসেন: গাজীপুরে পৃথক স্থানে অগ্নিকান্ডে একটি কলোনির চব্বিশটি কক্ষ এবং দশটি ঝুট গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় দশটি ঝুট গুদাম এবং শনিবার সকালে জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় একটি কলোনির ২৪টি কক্ষের আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আবদুল হামিদ মিয়া জানান, শুক্রবার দিনগত রাত ১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় প্রথমে একটি টিনশেডের ঝুট গুদামে আগুনের সূত্র হয়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িযে পডে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যার্থ হয়ে এক পর্যায়ে ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ মোট চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিনশেডের ১০টি গুদামের ঝুট পুড়ে গেছে। এছাড়া একই এলাকায় ভোরে একটি বাড়িতে আগুন লাগে। এতে ওই বাসা বাড়ির আশপাশের পাঁচটি দোকান ও বাসাবাড়ির চারটি কক্ষ পুেড গেছে। প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। অপরদিকে, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় একটি কলোনিতে অগ্নিকান্ডে অন্তত ২৪টি কক্ষের আসবাপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন নেভানোর চেষ্টাকালে মানিক মিয়া নামে শ্রমিক আহত হয়েছেন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায, কালিয়াকৈর উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের কলোনীর ভাড়াটিয়া দুলালী বেগমের কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে আগুন কলোনির অন্তত ২৪টি কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় কক্ষের ভেতরে থাকা আসবাপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই গেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন। স্থানীয়রা আহত মানিক মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমান জানা যাবে।