গাজীপুরে অভিনব কায়দায় ছিনতাই: নারীসহ আটক ৫

0
352
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় সাধারণ মানুষকে লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে অভিনব কায়দায় ছিনতাই ও ব্লকমেইল করার অভিযোগ পাওয়া গেছে। এসময় টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা আলী হায়দারের বাসা থেকে এ চক্রের ৫ সদস্যকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
আটককৃত অপহরনকারী চক্রের সদস্যরা হলো, জসিমউদদীন সবুজ (৪২), শেখ ফরিদ (৩০), নাদিম মাহমুদ রাব্বি (২৫), শাহনাজ (২১) ও সোনিয়া আক্তার (২৩)।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এস.আই) শুভ মন্ডল জানান, তারা বেশ কিছু দিন ধরেই সাধারণ মানুষদের লোভ দেখিয়ে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল অবলম্ব^ন করে অভিনব কায়দায় বøাক মেইল করে ছিনাতাই এর কাজ চালিয়ে আসছে। ভোর রাতে টঙ্গীর বনমালা এলাকায় অভিযান করে আলী হায়দারের বাসা থেকে এই চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দু‘ভিক্টিমকে উদ্ধার করে পুুুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানায়, এ চক্রের সব সদস্যদের নামের গাজীপুর সহ বিভিন্ন থানায় ছিনতাই ও প্রতারনার অভিযোগ রয়েছে। তাদের নামে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here