ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি ( গাজীপুর ) এর উদ্যোগে এসকেএফ ফার্মাসিউটিক্যাল এর সহযোগীতায় সংগঠনের টঙ্গী স্টেশন রোডস্থ কার্যালয়ে বুধবার আর্ন্তাজাতিক ডেন্টাল ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. আ. রহিম, বিশেষ অতিথি মো. আ. হান্নান,মো. শরিফ খান,মো. কাউছার আহম্মেদ প্রমুখ।

আপর দিকে কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি আসাদুল্লাহ মাসুম জানান, বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এসকেএফ ফার্মাসিউটিক্যাল এর সহযোগীতায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ৬ মার্চ বিকালে আর্ন্তাজাতিক ডেন্টাল ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডেন্টিস্ট ডা: হানিফ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা: আব্দুল হাই, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট এমদাদুল হক, ডেন্টিস্ট সামশুদ্দহা কাউছার, ডেন্টিস্ট মুকুল সিকদার, এসকেএফ এর জোলান ম্যানেজার আমিনুল ইসলাম, বিক্রয় প্রতিনিধি দেবাশিষ প্রমুখ।
সভায় দন্ত রোগীদের জন্য আধুনিক চিকিৎসা, মানসম্মত ঔষধ ও যন্ত্রপাতি ব্যবহার, পরিস্কার পরিচ্ছন্ন চেম্বার ও সরকারের নির্দেশনা মেনে চিকিৎসা প্রদানে আলোচনা হয়।