Daily Gazipur Online

গাজীপুরে ইয়াবা রাখার অভিযোগে নারী সরকারী কর্মচারী আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ ৫৩ পিস ইয়াবা রাখার অভিযোগে কাপাসিয়া উপজেলা হাসপাতালের এক কর্মচারীকে আটক করে আদালতে পাঠিয়েছে। আটককৃতের নাম মাকসুদা বেগম (৪২)। স্বামীর- মোঃ কাউসার, বাড়ী- কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর গ্রামে। তিনি কাপাসিয়া উপজেলা সরকারী হাসপাতালের অফিস সহকারী পদে কর্মরত। মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গাজীপুর মহানগর আদালতে প্রেরণ করে। এ বিষয়ে গাজীপুর মেট্রো সদর থানায় মামলা নং- ৩৫(০৩)১৯ দায়ের হয়েছে। মামলায় আসামীর দখল থেকে ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে বলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজবাড়ী মাঠের সামনে থেকে মাকসুদাকে আটক করে। অতঃপর তার ব্যাগ তল্লাসী করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ। আটকৃতের পক্ষ থেকে বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একাধিক মামলা বিচারাধীন এবং এই কারণে ঘায়েল করার জন্য প্রতিপক্ষ পুলিশকে ভুল তথ্য দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।