Daily Gazipur Online

গাজীপুরে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২০ সদস্য আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প কর্তৃক গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা হতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ২০ জন সদস্যকে আটক করেছে ।
জানাযায়, গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে একটি প্রতারকচক্রের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাইতেছিল। প্রতারক দলের সদস্যরা নিরীহ মানুষদেরকে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকুরী দেওয়ার নামে অভিনব কায়দায় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে জন জীবন অতিষ্ঠ করে তুলেছিল। এ প্রতারক দলটিকে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন দীর্ঘ দিন যাবৎ উক্ত চক্রকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এরই ধারাবাহিকতায় ৯ মে বৃহস্পতিবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা সিয়াম সিএনজি ফিলিং ষ্টেশন এর পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ হাফিজুর রহমান এর বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মিজানুর রহমান(৩০), পিতা-মোঃ সুরুজ আলী, সাং-ঘাগলাইল, থানা-সদর, জেলা-কিশোরগঞ্জ, ২। মোঃ মামুনুর রশিদ(৩০), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-মীরগঞ্জ, থানা-বাঘা, জেলা-রাজশাহী, ৩। মোঃ জাহাংগীর আলম(২৫), পিতা-মোঃ সানোয়ার হোসেন, সাং-ধুতুরহাট, থানা-সদর, জেলা-চ‚য়াডাঙ্গা, ৪। মোঃ হুমায়ুন কবির(২৮), পিতা-মৃত আঃ সোবাহান, সাং-কোটামনি, থানা-সদর, জেলা-জামালপুর, ৫। মোঃ আশরাফুল আলম(২৯), পিতা-মোঃ মোখলেছুর রহমান, সাং-কন্দরপ্রদীয়া, থানা-ইসলামী ইউনিভারসির্টি, জেলা-কুষ্টিয়া, ৬। মোঃ তৈয়াবুর রহমান(২৫), পিতা-মোঃ শফিকুর রহমান, সাং-সোনাকানিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্রগ্রাম, ৭। মোঃ মাসদিদ(২১), পিতা-মোঃ সাদিকুল ইসলাম, সাং-বালুবাগান, থানা-সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ৮। মোঃ সোহেল রানা(১৯), পিতা-মোঃ একরামুল হক, সাং-মহনপুর গোরস্থানপাড়া, থানা-সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ৯। মোঃ আতাউর রহমান(১৯), পিতা-মোঃ কাউসার আলী, সাং-কলিকাতা, থানা-দেবীনগর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ১০। মোঃ মেসবাউল হক(২০), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-বিবিসন, থানা-গমুস্তাপুর, জেলা- চাপাইনবাবগঞ্জ, ১১। মোঃ মোস্তাকিম(২৫), পিতা-আঃ মতিন, সাং-বাগানপাড়া, থানা-সদর, চাপাইনবাবগঞ্জ, ১২। আব্দুল্লাহ আল সুমন(২২), পিতা-স্বপন সরকার, সাং-নবীয়াবাদ, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ১৩। মোঃ রজব আলী(২৩), পিতা-শরিফুল ইসলাম, সাং-নতুন হাট, থানা-সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ১৪। মোঃ শাহাদত হোসেন(১৯), পিতা-মোঃ শাহ আলম বেপারী, সাং-আমানুল্লাহপুর, থানা-ও জেলা-চাঁদপুর, ১৫। মোঃ পিয়ারুল ইসলাম(২৫), পিতা-শফিকুল ইসলাম, সাং-বিধিপুর, থানা-ও জেলা-চাঁদপুর, ১৬। মোঃ কাউসার আলী(২৩), পিতা-শফিকুল ইসলাম, সাং-চড়াগ্রাম বিন্দুপাড়া, থানা-সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ১৭। মোঃ সাজিদুল ইসলাম(২২), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-চাপাইনবাবগঞ্জ, থানা-সদর, জেলা-চাপাইনবাবগঞ্জ, ১৮। মোঃ কাউসার আলম(২০), পিতা-আঃ হাসিম, সাং-আনন্দগ্রাম, থানা-বিজয়নগর, জেলা-বি-বাড়ীয়া, ১৯। মোঃ কাউসার রহমান(২৪), পিতা-নাজির রহমান, সাং-হাতিল গাড়িয়া কান্ত, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট ২০। মোঃ আরিফ হোসেন(২৪), পিতা-আঃ খালেক, সাং-হাসপুকুর, থানা-ভোলাহাট, জেলা-চাপাইনবাবগঞ্জ, সর্ব এ/পি-চান্দনা চৌরাস্তা (সিয়াম সিএনজি ফিলিং ষ্টেশন) এর পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ হাফিজুর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-বাসন, জিএমপি, গাজীপুরদের’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে নগদ ৭,০৬০/- (সাত হাজার ষাট) টাকা এবং ১৪ (চৌদ্দ) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের দেওয়া তথ্যমতে উক্ত বাড়ীর গোপন দুইটি রুম হতে ভিকটিম ১। মোঃ ফরিদ উদ্দিন(২৪), পিতা-মোঃ কাজল প্রধান, সাং-দক্ষিণ ভোড়াদাড়ি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, ২। মোঃ বাবু খন্দকার(২২), ৩। মোঃ শামীম খন্দকার(২০), উভয় পিতা-মিজান খন্দকার, সাং-ধনপুদ্দি, থানা ও জেলা-চাঁদপুর, ৪। মোঃ বিল্লাল খান(১৮), পিতা-ইসমাইল খান, ৫। মোঃ শাকিল হোসেন(২০), পিতা-মোঃ ওহাব খান, উভয় সাং-দাসদী, থানা ও জেলা-চাঁদপুর, ৬। মোঃ শাহাদাত হোসেন(৩২), পিতা-মোঃ শাহজাহান কবির, সাং-বানিয়াকান্দা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, ৭। মোঃ জুয়েল মিয়া(১৮), পিতা-মোঃ খোকন গাজী, সাং-আমানউল্লাহপুর, থানা ও জেলা-চাঁদপুর, ৮। মোঃ আকরাম হোসেন(২০), পিতা-মোঃ কাউসার আলী, সাং-চাঁদনী মুখা, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষিরা, ৯। মোঃ আঃ সালাম(১৯), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, সাং-খেরুদিয়া, থানা ও জেলা-চাঁদপুর, ১০। মোঃ তানজিদ হোসেন(২১), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-পশ্চিম পিংড়া, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর, ১১। মোঃ নাহিদ হাসান(২১), পিতা-মোঃ নাসির উদ্দিন, ১২। মোঃ সানা উল্লাহ পাটোয়ারী(২৩), পিতা-মোঃ আঃ রশিদ পাটোয়ারী, সাং-দাসদী, থানা- ও জেলা-চাঁদপুর, ১৩। শ্রী তন্ময় কুমার(২২), পিতা-ভবেশ চন্দ্র, উভয় সাং-সৈয়দপুর, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর’দেরকে উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে গোপন কক্ষে বন্দি করে রেখে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে আসছিল।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিএমপি বাসন থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।