Daily Gazipur Online

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা ও শফিউল বারী বাবু’র স্মরণে কোরানখানি, দোয়া ও ইফতার বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবু’র রুহের মাগফেরাত কামনা করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কোরানখানি, দোয়া ও ইফতার বিতরন করা হয়েছে৷ মঙ্গলবার বিকালে নগরীর টংগীতে অসহায় দুঃস্হদের মাঝে ইফতার বিতরন করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি গাজী সালাহউদ্দিন।
এ সময় উপস্হিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি হেলাল খান, যুগ্ম সম্পাদক ইব্রাহিম মিয়া, সহ সাধারন সম্পাদক ও পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মোঃ কাজীবুর রানা, আমিনুল ইসলাম টানু, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী আব্দুল আজিজ টিপু, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মোঃ জাকির হোসেন, টংগী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রার্থী মোঃ আমজাদ হোসেন, মহানগরের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সিদ্দিক, অর্থনীতি বিষয়ক সম্পাদক মোঃ জামান, প্রকাশনা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, যোগাযোগ সম্পাদক হাফিজুর রহমান, মানবাধিকার সম্পাদক আল আমিন শুভ, মোঃ মেরাজ হোসেন, মোঃ পারভেজ সহ উপস্হিত নেতৃবৃন্দ৷ গাজীপুরের টংগীতে ৫৬ নং ওয়ার্ডের আরিচপুর গাজীবাড়ী শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতী মনির হোসেন ও চান্দুগাজী হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মীর মাহমুদুল হাসানের উপস্হিতিতে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷