গাজীপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ

0
132
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর চৌরাস্তা এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর চৌরাস্তা ডেগেরচালা হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ তিনজন হলেন, স্থানীয় গার্মেন্টসকর্মী হারিস মিয়া (৫০), তার স্ত্রী আয়েশা আক্তার (৪০) ও ছেলে মইনুল ইসলাম (১২)।
হারিস মিয়ার মেয়ের জামাই আসিফ জানান, দোতলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন তার শ্বশুরের পরিবার। একটি রুমে শ্বশুর, শাশুড়ি ও তার শ্যালক থাকতেন। তারা দুজনই স্থানীয় গার্মেন্টসে চাকরি করেন। সকালে সেই রুমে গ্যাসের কারণে বিস্ফোরণ হয়। এতে রুমের দরজা ও জানালা ধসে পড়ে। এ সময় আগুন ধরে যায় তাদের তিনজনের শরীরে। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, ওই রুমের পাশ দিয়ে গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের পাইপটি মাটির ওপর দিয়া যত্রতত্রভাবে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই লাইন থেকে গ্যাস লিকেজ হয়ে রুমের ভেতর জমে ছিল। সেখান থেকেই এ বিস্ফোরণ ঘটেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, হারিসের শরীরের ৬৫ শতাংশ, আয়েশার ৬০ ও মইনুলের ৩৩ শতাংশ পুড়ে গেছে। তাদের প্রত্যেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দগ্ধ তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here