Daily Gazipur Online

গাজীপুরে চিকিৎসক দম্পতিকে জিম্মি করে ডাকাতি, মূলহোতা আলমগীর গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় মূলহোতা আলমগীর হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১।
র‌্যাব জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানাধীন আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২১ জুন রাত ৩টার দিকে শ্রীপুরের টেপিরবাড়ীতে চিকিৎসক দম্পতি ডা. মোর্শেদুল হক শরীফ ও ডা. মৌসুমী আক্তার লিজার বাসায় ঢুকে ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ প্রায় ২২ লাখ টাকার সম্পদ লুট করে।
ভিকটিমের করা মামলার পর র‌্যাব-১ ছায়া তদন্ত চালায় এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে মূলহোতা আলমগীরকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে, এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।