ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর পুবাইল থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামীম মৃধার পিতা মোঃ আব্দুল হাই মৃধা ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
নগরীর পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ি একই এলাকার নগরীর পূবাইল থানার ৪১ নং ওয়ার্ডে মৃধাবাড়িতে। মৃত্যুর সময় মরহুমের বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যকালে আবদুল হাই মৃধা স্ত্রী ও ৪ ছেলে রেখে গেছেন।
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আবদুল হাইয়ের শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক মোহা. জামাল উদদীন, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগরীর নায়েবে আমির মো. হোসেন আলী, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আ স ম ফারুক, অফিস সেক্রেটারি আবু সিনা নুরুল ইসলাম মুহাম্মদ মামুন, গাজীপুর মহানগরীর শূরা সদস্য ও পূবাইল থানা জামায়াতের আমির মো. আশরাফ আলী কাজল।
জানাজায় ছিলেন খায়রুল হাসান, হোসেন আলী ও ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা.আমজাদ হোসেন প্রমুখ।
গাজীপুরে জামায়াত নেতার পিতার ইন্তেকাল
