Daily Gazipur Online

গাজীপুরে জাল নোটসহ গ্রেপ্তার-২

এস,এম,মনির হোসেন জীবন : গাজীপুর মেট্টোপলিটন পুলিশের বাসন এলাকা থেকে ২ লাখ ৬৩ হাজার মূল্যমানের জাল নোটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জালনোটসহ গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার হাতওয়াপাড়া এলাকার মাজহারুল ইসলাম (২২) এবং একই জেলা ও থানার হাত্ররাপাড়া বড়বাড়ি এলাকার শাপলা আক্তার (২৩)।
আজ শুক্রবার সকালে গাজীুরেরর বাসন থানায় এক প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ ( মিডিয়া ) জাকির হাসান এসব তথ্য জানান ।
প্রেস ব্রিফিংয়ে গাজীপুরে মেট্টো পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) রেজওয়ান আহমেদ, বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জাকির হাসান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দনা এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া মাজহারুল ইসলামকে ২ লাখ ৬০ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ এবং দিঘিরচালা এলাকা থেকে ৩ হাজার টাকার মূল্যমানের জাল নোটসহ শাপলা আক্তারকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বাসন থানার মামলা হয়েছে।