Daily Gazipur Online

গাজীপুরে ট্রাকের ধাক্কায় দলিল লেখক নিহত

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় গাড়ি চাপায় মোটর সাইকেল আরোহী এক দলিল লেখক নিহত হয়েছেন। উপজেলার ঘোড়াশাল বালিগাঁও এলাকার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার ওসি আবু বক্কর মিয়া জানান। নিহত শাহেদুল ইসলাম শাহেদের (৪০) বাড়ি উপজেলার বাহাদুরসাদী এলাকায়। তিনি উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
ওসি বলেন, শাহেদ মোটর সাইকেলে চালিয়ে ঘোড়াশাল যাচ্ছিলেন।পথে অজ্ঞাত একটি গাড়ি তার মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহেদ নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান।