Daily Gazipur Online

গাজীপুরে দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দিল ছাত্রলীগ নেতা

মোঃ বায়েজীদ হোসেন: ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান সহায়তার অংশ হিসেবে গাজীপুরে দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ বরকত স্টেডিয়ামের সামনে আনুষ্ঠানিকভাবে চারজন অসহায় ও দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চারটি ভ্যান গাড়ি বিতরণ করা হয়। গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ এসব ভ্যানগাড়ি এবং পূঁজি হিসেবে ১৫ ধরণের সবজি বিতরণ করেন। এসময় গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল, সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি কুদরত উল্লাহ, ওই ওয়ার্ডের ছাত্রলীগের সহ- সাধারণ সম্পাদক দীপক দত্ত, ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মাসুম, রুমি সরকার, কাজী আশরাফুল ইসলাম রকিব, মোশারফ হোসেন, ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।মাসুদ রানা এরশাদ বলেন, জননেত্রী শেখ হাসিনার দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কর্মসূচি নিয়েছেন তার অংশ হিসেবে পূঁজিহীন দরিদ্র ও অসহায় ক্ষুদ্র কয়েকজনকে চারটি ভ্যানগাড়ি এবং পূঁজি হিসেবে দাড়িপাল্লাসহ ১৫ ধরণের সবজি প্রদান করা হয়।