গাজীপুরে দুস্থ হিজড়া ও লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0
273
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটির গাজীপুর ডিআইসিতে ২৭-২৮ জানুয়ারী করোনা দুর্যোগ মোকাবেলায় হিজড়া ও লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীদের মাঝে ২য় বার ত্রান সামগ্রী বিতরণ করে। এখানে জার্মান ডাক্তারের আর্থিক সহযোগীতায় এবং আইসি ডিডি আরবি ও বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি সার্বিক ব্যবস্থ্পানায় ১৫০জন হিজড়া ও লিঙ্গ বৈচিত্র জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। প্রতিজন কে দেওয়া হয় ১২ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি পেয়াচ, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি লবন , ১ টি হ্যান্ড স্যানিটাইজার, ৩টি কাপড়ের মাকস। এডিসি জেনারেল মামুন সরদার উপস্থিত থেকে এাণ সামগী বিতরন করেন। ত্রান কাজে সার্বিক ভাবে সহযোগীতা করেন মোঃ সাইফুল হাসান, প্রকল্প সমন্বয়কারী, বাধন হিজড়া সংঘ ও গাজীপুর ডিআইসির সকল স্টাফ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here