Daily Gazipur Online

গাজীপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে – মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

মো: শাহজালাল দেওয়ান : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঁচটি নির্বাচনের মধ্যে সর্ব প্রথম অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। যেকোনো মূল্যেই গাজীপুরে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের ছত্রছায়া থাকলেই হিরো না থাকলে জিরো। সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । বুধবার সকাল ১১ টায় টঙ্গী থানা আওয়ামী লীগের কার্যালয়ে শহীদ আহসান উল্লাহ মাষ্টারের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । প্রধান অতিথি আরো বলেন, জনগণ আওয়ামীলীগ ও নৌকাকে ভালবাসেন। আওয়ামী লীগের ছায়াতল থেকে বের হয়ে দেখুন একজন কর্মীও খুঁজে পাবেন না। এবার নৌকার বিরোধিতা যে করবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন তিনি। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।