
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর শহরে একটি পোল্ট্রি ফিডের গুদামে অগ্নিকান্ড হয়েছে। কাশিমপুরের হাতিমারা রোড এলাকায় (দিগদার মোড়) ‘বিশ্বাস পোল্ট্রি ফিডের’ গুদামে বৃহস্পতিবার ভোরে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো.মিরাজুল ইসলাম বলেন, ভোর ৪টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে দুইটি এবং ডিবিএল ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পোল্ট্রি ফিড তৈরির কাঁচামাল, কেমিক্যাল, বস্তা ও আসবাবপত্র পুড়ে যায়। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।






