গাজীপুরে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

0
112
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা পরিষদ গাজীপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা ৪ মে বুধবার সন্ধ্যায় শ্রীপুরের ছাতির বাজারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। তিনি বলেন বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড় সম্পদ। বঙ্গবন্ধুর অন্যতম আদর্শ মানবসেবা করা। তিনি নেতাকর্মীদের মানবকল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে আরো বলেন, মানুষের মানবিক মর্যাদা, সমান অধিকার ও ন্যার্যতা প্রতিষ্ঠা করার জন্যে বঙ্গবন্ধু আজীবন কাজ করেছেন। সকলের মানবাধিকার সুনিশ্চিত করতে পারলে সমানভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করা সম্ভব হবে। তিনি সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সর্বদা কাজ করার আহ্বান জানান।
গাজীপুর জেলা শাখা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা সারওয়ার জাহান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেন ও কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ রিপন মিয়া। অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা নেতাকর্মী ছাড়াও স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্র লীগ ও সমমনা সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here