Daily Gazipur Online

গাজীপুরে বস্তায় পাওয়া গেল ৫টি কঙ্কাল

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সি অ্যান্ড বি এলাকায় বস্তায় ভরা অবস্থায় পাঁচটি কঙ্কাল পাওয়া গেছে। সোমবার সকালে পড়ে থাকা বস্তা খুলে কঙ্কালগুলো দেখতে পান স্থানীয় লোকজন।
স্থানীয় কয়েকজন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ওই এলাকার পারিবারিক একটি কবরস্থানের বেশ কয়েকটি কবর খোঁড়া হয়। সেখান থেকে চোর কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে একটি কবরস্থানে বস্তাভর্তি অবস্থায় ফেলে যান। আজ সকালে কবরস্থানে বস্তা পড়ে থাকতে দেখে সেটি খুলে ভেতরে কঙ্কাল দেখতে পান লোকজন।
গতকাল রোববার রাতে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার পাশে মো. রাজিব নামের একজনের মোটরসাইকেল চুরির চেষ্টা হয়। ঘরের তালা কেটে মোটরসাইকেল নেওয়ার সময় বাড়ির লোকজন টের পাওয়ায় মোটরসাইকেলটি রেখে পালিয়ে যায় চোর। স্থানীয় লোকজনের ধারণা, মোটরসাইকেল চুরির ঘটনায় লোকজনের চিৎকারে চোরের দল কঙ্কাল ফেলে চলে গেছে।
ওই এলাকার মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যে কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে, সেখানে আ. গফুর খাঁ, ছিরফত খাঁ, মেহেরুনেছা, হাসেম খাঁ, রমু খাঁ ও জয়নব বিবির কবর আছে। বস্তাভর্তি কঙ্কাল পাওয়ার পর আশপাশের কবরস্থানগুলোতে খোঁজ নেওয়া হয়। পরে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদ্রাসার অদূরে পারিবারিক কবরস্থানে পাঁচটি কবর খোঁড়া থাকতে দেখা যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন আজ দুপুর পৌনে ১২টার দিকে সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমাদের কেউ জানাননি। আমরা খোঁজ নেব।’