
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। মাওনা হাইওয়ে থানার ওসি দেলোয়ার হুসেন জানান, বুধবার বেলা দেড়টার দিকে বেরাইদেরচালা আসপাডা মোড়ে এলাকায় ঢাকা-মংমনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল (২৪) জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় প্যারামাউন্ট নামে একটি পোশাক কারখানায় কারিগরি বিভাগের শ্রমিক তিনি। ওসি দেলোয়ার বলেন, রাসেল মহাসড়ক ধরে হাঁটছিলেন। ময়মনসিংহগামী একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে বলে জানান ওসি দেলোয়ার।
