Daily Gazipur Online

গাজীপুরে বিতর্ক প্রতিযোগিতা শুরু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে ‘বিতর্কের প্রসারে সম্মিলিত প্রয়াস’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুর ডিবেটিং সোসাইটি (জি ডি এস) এর উদ্যোগে ‘আন্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা’র উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলার প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
গাজীপুরের সহকারী জেলা শিক্ষা অফিসার মো: জোবায়ের সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জিডিএস’র সভাপতি আবু সালেহ মো: মুসা।
এ সময় প্রধান অতিথি বলেন, জ্ঞানই শক্তি। আর জ্ঞানের তীক্ষ্ণতা করার অন্যতম মাধ্যম হলো বিতর্ক প্রতিযোগিতা।
গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী প্রতিযোগিতায় জেলার স্কুল ও কলেজ পর্যায়ের ১৮টি স্কুল কলেজের ৬২ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে।