Daily Gazipur Online

গাজীপুরে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

oznorMB

গাজীপুর প্রতিনিধি: বিশ্ব টিকাদানসপ্তাহ (২৪-৩০ এপ্রিল) ২০২২ উদযাপন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জনের আয়োজনে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সম্মেলন কক্ষে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: আল হেলালের সভাপতিত্বে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয়ঃ“সকলের জন্য দীর্ঘ জীবন” উক্ত সভায় প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: তপন কান্তি সরকার। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ডা: মো: হাবিবুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপালের উপ পরিচালক ডা: মো: জাহাঙ্গীর আলম, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: মাহমুদুর রহমান,কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: মুঞ্জুর এ এলাহী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাহমুদা আক্তার, সিভিল সার্জনের এমোডিসি ডা: জাকিয়া সুলতানা, গাজীপুর প্রেসক্লাবের প্রতিনিধি মো: কামাল হোসেন বাবুল। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন, বাদ পড়া সকল শিশুকে সনাক্ত করে টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলেই আমরা সবাই একত্রে সুরক্ষিত থাকতে পারবো। টিকা দেয়ার ফলে প্রতিটি শিশু সুরক্ষিত হলে আপনার পরিবার তথা সমাজও টিকা দিয়ে প্রতিরোধ যোগ্য রোগ থেকে নিরাপদ থাকবে। এছাড়া ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের টিডি টিকা প্রাপ্তি নিশ্চিত করতে পারলে নবজাত শিশুসহ মা/নারীদের ধনুস্টংকারে আক্রান্তের হাত থেকে নিরাপদ থাকবে। উপযুক্ত কর্মকান্ড বাস্তবায়নের জন্য ডিভিশনাল কো-অর্ডিনেটর বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হেল্থ অফিসার ইউনিসেফ, সার্ভিল্যন্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার (ঝওগঙ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা সার্বিক সহযোগিতা করবেন।