গাজীপুরে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

0
303
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বেতন ও বোনাসের দাবিতে গাজীপুরে স্টাইল ক্রাফট লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় দাবি আদায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর, বিক্ষোভ ও ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে রাখে। পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী জানায়, সকালে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা কারখানার গøাস ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঢাকা-জয়দেবপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। কারখানার শ্রমিক আনোয়ার মিয়া জানান, এ কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করে। গত মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও ঈদ বোনাস রয়েছে। কারখানা কর্তৃপক্ষ বেতন ও ঈদ বোনাস পরিশোধ না করায় শ্রমিকরা বিক্ষোভ করছে। গাজীপুর মহানগর সদর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু লাইচ মো. ইলিয়াচ জিকু জানান, এক মাসের বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে। এ সময় শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here