ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরীর নিম্ন আয়ের মানুষের জন্য ন্যায্যমূল্যে খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ৪০ জন নতুন ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে লটারি অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালুল আলম, গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মাহবুবুল আলম, গাজীপুর সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাইয়ারানু এবং জেলা কারিগরি খাদ্য পরিদর্শক সোহেল আহমদ সুফলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা খাদ্য বিভাগ জানায়, গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে মোট ৬৯টি ওএমএস (খোলা বাজারে বিক্রয়) কেন্দ্র রয়েছে। এসব বিক্রয় কেন্দ্রে সরকার নির্ধারিত ভর্তুকী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য চাল ও আটা বিক্রি করা হয়। এর মধ্যে ইতিপূর্বে পূর্বে লটারির মাধ্যমে ২৮ জন ডিলার নিয়োগ হয়েছিল। বৃহস্পতিবারের লটারিতে অবশিষ্ট ৪০টি কেন্দ্রের জন্য ডিলার নির্বাচন করা হয়।
সূত্র জানায়, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪২৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে কাগজপত্রে ত্রুটি থাকায় ৬২টি আবেদন বাতিল হয়। অবশিষ্ট ৩৬১ জন প্রার্থীর মধ্যে স্বচ্ছভাবে প্রকাশ্যে লটারির মাধ্যমে ৪০ জনকে ডিলার নিয়োগ করা হয়। তারা আগামী পাঁচ বছরের জন্য ডিলার হিসেবে উক্ত পন্য নির্ধারিত বিক্রয় কেন্দ্রে বিক্রয় করবেন।
খাদ্য বিভাগ জানায়, সরকারের নির্ধারিত মূল্য প্রতি কেজি চাল ৩০ টাকা ও আটা ২৪ টাকা। সরকার ভূর্তুকী দিয়ে বাজার দরের চেয়ে কম দরে এসব পণ্য বিক্রয় করে, যা দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করে।
গাজীপুরে ভূর্তকী মূল্যে চাল-আটা বিক্রির জন্য লটারিতে ৪০ ওএমএস ডিলার নিয়োগ
