Daily Gazipur Online

গাজীপুরে মটর শ্রমিক লীগের বার্ষিক বনভোজন ও আলোচনা সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগর মটর শ্রমিক লীগের উদ্যোগে গতকাল বার্ষিক বনভোজন ও আলোচনা সভার আয়োজন করা হয়। গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশপল্লী পিকনিক স্পটে মহানগর মটর শ্রমিক লীগ ও জেলা মটর শ্রমিক লীগের যৌথ উদ্যোগে উক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের সকল নেতা কর্মীদের উৎসাহিত করার লক্ষ্যে মটর শ্রমিক লীগ একটি সক্রিয় সংগঠন হিসাবে পরিচিতি তুলে ধরে, দলীয় কর্মসূচীর মধ্যে এটি একটি ভিন্ন পদক্ষেপ, আনন্দ বিনোদনের মাধ্যমে দলকে সক্রিয় করার একটি মাধ্যম বলে মনে করেন সংগঠনের নেতাকর্মীরা। এমন সুবিবেচনায় কেন্দ্রীয় কমিটির আন্তরিকতায় রবিবার নুহাশপল্লীতে বার্ষিক বনভোজন ২০১৯ এর আয়োজনে উপস্থিত ছিলেন- মো: কালু শেখ সভাপতি কেন্দ্রীয় কমিটি। সহ সভাপতি মো: আনোয়ার হোসেন সভাপতি গাজীপুর মহানগর মটর শ্রমিক লীগ। আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি। যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান। শাহিন সিকদার, মাজাহারুল ইসলাম রউফ সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মটর শ্রমিক লীগ। সোলেমান মৃধা, সুলতান গাজী, জাকির হোসেন রাজু, টঙ্গী থানা সভাপতি উমর ফারুক, সাধারণ সম্পাদক মিলন, পলাশ, রানা, মামুন, সায়িদা আক্তার, খুশি আক্তার, মরিয়ম সহ সকল থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে নুহাশপল্লী এলাকা আলোকিত করেন মটর শ্রমিক লীগ। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন এলাকা থেকে এসে পিকনিক স্পটে জড়ো হয় সকাল ১১টায় সংক্ষিপ্ত আলোচনায় নেতাকর্মীদের মধ্যে টিম আকারে কার্য নির্ধারন, সময় নির্ধারণ এমন আলোচনায় আনন্দ- বিনোদন শেষে দুপুরের খাবারের পর প্রধান অতিথিদের দিক নির্দেশনা মূলক বক্তব্যে তারা বলেন- মটর শ্রমিক লীগ দেশের অন্যতম একটি সংগঠন। তারা চাইলে এক হাজারেরও বেশি গাড়ি বহরে যেকোন এলাকায় সময়ের ব্যবধানে এর চেয়েও বড় বনভোজনের আয়োজন করতে পারে। তাই সকল নেতাকর্মীদের নিষ্ঠার সাথে কাজ করে, মটর শ্রমিক লীগের একটি শক্তিশালী সংগঠন তৈরি করার লক্ষ্যে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের মালায় বরণ করে নিয়ে সংগঠনটির উত্তোরত্তর মঙ্গল কামনা করে মহানগর সভাপতি আনোয়ার হোসেন এর সমাপনী বক্তব্যে গাজীপুর জেলা ও মহানগর সহ দেশের অন্যান্য এলাকা থেকে আগত সকলের প্রতি জ্ঞাপন করে ঘটনাস্থল নুহাশপল্লী ত্যাগ করেন।